নিরাপদে বাসা বদলানো কিছু ভালো উপায় House Shifting



মনে রাখবেন যখন তখন বাসা বদল করা সহজ বিষয় নয়। সুন্দর ভাবে বাসা বদল করতে গেলে আপনার প্রয়োজন হবে বুদ্ধি শক্তি,সঠিক সিদ্ধান্ত ও ব্যবস্থাপনা এবং একটি ভালো তালিকা। মানে বাসা বদলানোর সময় কখন কোনটা প্রয়োজন হবে কি করনীয় সে বিষয়ে ভালো জানতে হবে নয়তবা একটা গন্ডগোল অবস্থা হয়ে যেতে পারে।
নিরাপদে বাসা বদলানো কিছু ভালো উপায়!

সে জন্য একটি ভালো তালিকা তৈরি করে রাখুন 
যেখানে লেখা থাকবে বাসা বদলানো সবগুলো  কাজ। বাসা বদল করতে বিশাল ঝামেলার কাজ। সবকিছু এক সঙ্গে একের পর এক করতে হয়। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে কোন কাজ তৈরি করা তালিকা থেকে বাদ না পরে। এরপর তালিকা মেনে চললেই আপনার বাসা বদলানো সবগুলো কাজ এক সাথে শেষ হয়ে যাবে।  চলুন তাহলে শুরু করি কি ভাবে নিরাপদে বাসা বদলানো যায় আমাদের আজকের এই ব্লগ থেকে।

 একটি ভালো তালিকা তৈরি করুন 


বাসা বদলানো সময় আপনার সকল কাজ,খরচ  এবং জরুরী সবকিছু একটি ভালো তালিকা লিখে ফেলুন। বাসা পরিবর্তন সময় কিছু এমন দায়িত্ব আসবে যার সঙ্গে আপনি আগে থেকে অবগত নন তাই কোনরকম ভুলে যাওয়া থেকে রক্ষা পেতে সবকিছু লিখে ফেলুন। যেমন, মাসের গ্যাস এবং বিদ্যুৎ বিল,ইন্টারনেট বিল,সংবাদপত্রের বিল ও জাতীয় বিল পরিশোধের মত সকল কাজগুলো একটি তালিকায়  টুকে রাখুন। যেনো বাসা বদলের সময় শেষ মুহূর্তের এই অসুবিধাগুলো সহজেই এড়ানো যায়। আরও একটি বিষয় যেটা তালিকায় অবশ্যই থাকতে হবে তা হল, বাসা পরিবর্তনের আগে বর্তমান বাসার ফার্নিচার কোনো জিনিস   মেরামত করার প্রয়োজন আছে কিনা সেটাও খেয়াল রাখা খুবি জরুরী।

বাসার অপ্রয়োজনীয় সবকিছু ফেলে দিবেন।

আপনার বাসায় এমন প্রচুর অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আপনি ভবিষ্যতে কখনও ব্যবহার করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব হবে সেই জিনিসগুলো ফেলে দিন অথবা সরিয়ে ফেলুন । আরও ভালো উপায় হচ্ছে, কোনও পরিবেশের ক্ষতি না করে এগুলো কাউকে দান করুন। আবার চাইলে বিক্রিও করতে পারেন বা এগুলোকে যথাযথভাবে নষ্ট করুন। শপিং ব্যাগ প্লাস্টিক বা কোনও ধরণের রাসায়নিক বর্জ্য প্রতিরোধমূলক ব্যবস্থাসহ সঠিকভাবে নষ্ট করে ফেলুন। আচারের বৈয়ম এবং সস জাতীয় কোন পাত্র এগুলো দ্বিতীয়বার তেমন আর কাজে লাগবে মনে হয় না তাই সেগুলো নষ্ট করে ফেলাই উচিত। এই সমস্ত কাজ শেষ করে তবেই নিরাপদে নির্ভয়ে বাসা বদল করা উচিত।

কার্টুন বাক্সগুলো ব্যবহার করুণ এবং ভবিষ্যতের ব্যবহারের জন্য সংরক্ষণ করুন



কার্টুন বাক্সগুলো বাসা বদলের জন্য বেশ ভাল  উপকারী বটে। যেসব জিনিসগুলো ভেঙ্গে যাওয়ার ভয় থাকেবে সেগুলো বাবুল,কাগজ বা নরম কিছু দারা আলাদাভাবে মড়িয়ে যত্ন সহকারে এই কার্টুন বাক্সগুলোতে রাখলে ভেঙ্গে যাওয়ার ভয় থাকে না। যেমন- গ্লাসআইটেম, কাঁচের জিনিস, ইলেক্ট্রনিক্স বা সিরামিকের জিনিস তাই এগুলো সাবধানে রাখবেন। এরপর বাক্সের মুখ স্কচটেপ দিয়ে ভালো করে আটকে দিবেন। আরো ভালো হয় যদি বাক্সগুলোর দুই পাসে শক্ত সুতলি দারা বেঁধে দিতেপারেন। কার্টুন বাক্সগুলো প্রয়োজন শেষ হলে এগুলো কোন সময় ফেলবেন না। ভবিষ্যতের ব্যবহারের জন্য ইষ্টরে রেখে দিন।   

যাবার আগে আপনার খালি বাড়ির ছবি তুলুন

বাসা বদলানো সময়ে রুমের বৈদ্যুতিক পয়েন্ট এবং সমস্ত রুমে এবং রান্নাঘরের ছবিতুলে রাখুন । এতে যে সুবিধা পাবেন,তা হলো বৈদ্যুতিক পয়েন্টেগুলোর ছবি নিলে নতুন বাসায় যাওয়ার পরে আপনার আগের বাসার মত করে বৈদ্যুতিক পয়েন্টগুলো প্রতিস্থাপন করা অনেকটা সহজ হবে। বাসার বাথরুমের এবং অন্যান্য জায়গাগুলোর ছবি  তুলে রাখলে এতে করে, বাড়িওয়ালাদের দ্বারা কোন অনিচ্ছাকৃত ফিক্সিং চার্জ থেকে রেহাই পাবেন। কারন আপনার কাছে তখন ছবি থাকবে বাড়িওয়ালার দোষারোপ থেকে মুক্তি পেতে। তাই বাসা পরিবর্তন পর তুলা ছবিগুলো একটি নির্দিষ্ট  ফোল্ডারে রেখে দিন । 

মূল্যবান দলিলপত্র ও ডকুমেন্টেশন আলাদাভাবে প্যাক করুন এবং নিজেই সেগুলো বহন করুন।

আপনার মূল্যবান নথি বা দলিল। বিশেষত প্রশংসাপত্র, ব্যাংক ডকুমেন্টেশন এবং অন্য কোনও দলিলপত্রগুলো ভালো একটা জায়গায় রাখুন। নয়তো একটি স্যুটকেসে লক করে রেখে দিন এবং আপনি নিজেই নতুন বাসায় নিয়ে যাবেন তাহলেই, ভাল হবে। এই বিষয়টি কখনই
অবহেলা করবেন না । এই সকল মূল্যবান দলিল পত্রের জন্য আপনি নিজে অথবা আপনার ঘনিষ্ট কাউকে দায়িত্ব দিবেন। বাসা বদলের পরে নতুন বাসায় গিয়েও ঠিক একইভাবে গুছিয়ে নিবেন। 

জরুরি এবং প্রয়োজনীয় ব্যাগ তৈরি করুন

জরুরি প্রয়োজনীয় জিনিষগুলো ওষুধ, কাপড় এবং অন্যান্য জিনিস একটি ব্যাগে ভিতর রাখুন।  যা আপনার বাসা বদলের সঙ্গে সঙ্গে দরকার হবে। এছাড়াও,পানি বোতলগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি রাখুন। বাসা বদলের কাজগুলো সাবধানতার সাথে করুন এবং একদম তাড়াহুড়া করবেন না তাহলে,কিছু মিস করবেন। 

ফ্রিজ পরিষ্কার করুন 

বাসা বদলে সময় ফ্রিজ পরিষ্কার ও মেইন্টেইন করা খুব জরুরী একটি ব্যাপার। তেমনি বাসা বদলের আগে অবশ্যই ফ্রিজগুলো ভালো করে পরিষ্কার করবেন। এবং এক মাস আগে থেকে ভারী বাজার যেমন মাছ মাংস ও কাঁচাবাজার কিনে জমিয়ে রাখা বন্ধু করবেন। নয়তো বা বাসা পরিবর্তনে সময় খুব বিরক্তিকর সমস্যা মুখোমুখি হবেন। 

বাসা আসবাপত্র ও সবকিছু জীবাণুমুক্ত করুন 

বাসা বদলের পরে অ্যালকোহলিক দ্রবণ কিংবা  অন্যান্য জীবাণুনাশক দিয়ে সঙ্গে সঙ্গ জিনিসপত্র  জীবাণুমুক্ত করুন। জীবাণু যেনো ছড়িয়ে না পড়ে সেজন্য সমস্ত প্যাক করা বাক্স এর জিনিসগুলো অবশ্যই ভালো ভাবে জীবাণুমুক্ত করতে হবে।জীবাণু থেকে রক্ষা পেতে বাসার সুরক্ষা নিশ্চিত করা আপনারই দায়িত্ব। 


এই তালিকাটা অনুসরণ করলে বাসা বদলে কখনই আর সমস্যা হবে না। তবুও এই তালিকার পাশে আরও একটি কাজ চাইলে করতে পারেন আর তা হল,আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখুন বাসা বদলে সাহায্য করেন এমন প্যাকার্স এন্ড মুভার্স কোম্পানি আছে কিনা! 

যে সমস্ত প্যাকার্স এন্ড মুভার্স যারা দায়িত্ব নিয়ে আপনার বাসার সব জিনিসপত্র সরিয়ে নিবে। পরামর্শের জন্য আপনি রাজধানী মুভার্স কোম্পানি   সহায়তা নিতে পারেন। এছাড়াও অনেক অনালাইনে বাসা বদলানো কোম্পানি রয়েছে যেগুলোর সহায়তা নিতে পারবেন। নিরাপদে বাসা পরিবর্তনে জন্য প্যাকার্স এন্ড মুভার্স এদের
সার্ভিসগুলো ব্যবহার করুন। অন্যথায়, আপনার মূল্যবান  জিনিসগুলো নষ্ট

প্যাকার্স এন্ড মুভার্স


House Shifting Service In Dhaka



Comments

Popular posts from this blog

Intercity Movers And Packers in Bangladesh

Bangladesh packers and movers home shifting company